আমার ভালোবাসার গল্পো
❤❤❤
(আমার ভালোবাসার গল্পো ) 💔💔একটু কষ্ট করে পরবেন সবাই আশা করি 💔💔 সাদিয়া : কেমন
আছো? জীবন্ত লাশ কেমন রেখে গেছিলে ! সাদিয়া : আমি ইচ্ছা করে কিছু করিনি জীবন্ত
লাশ : জানি আমি সাদিয়া : কি করছো জীবন্ত লাশ : এই তো বসে আছি ! তুমি? সাদিয়া :অনেক
ভালোবাসতে তাই না জীবন্ত লাশ : কখনো বুজার চেষ্টায় করোনি সাদিয়া : কখনো বুজাওনি
জীবন্ত লাশ : থাক বাদ দাও " এখন বলে কি কোনো লাভ আছে সাদিয়া : আমি না পরিবারের কথা
শুনতে শুনতে নিজের কথা ভাবারই টাইম পাই নি !
অনেক ভুল করছি পরিবারের কথা শুনে নিজের
ভালো থাকার কারণ টা হারায়ছি জীবন্ত লাশ : এখন ভেবে আর কি লাভ তখন তো ভাবোনি তাই না
একটা কথা কি জানো মানুষের কথা শুনার সময় অনেক পাবা. কিন্ত মানুষের কথা শুনতে শুনতে
দুনিয়াকে বুজাতে বুজাতে এক সময় আর সময় থাকে নিজের কথা ভাবার সাদিয়া : আমাকে কি
ক্ষমা করা যায় না " জীবন্ত লাশ : তোমাকে কখনো অপরাধি মনে করিনি সাদিয়া : অনেক কষ্টো
দিছি তাই না জীবন্ত লাশ : অনেক ভালো লাগতো যদি কষ্টো গুলো আমার শত্রুরা দিতো কিন্ত
বৈইমানি টা কেনো প্রিয় মানুষ গুলোই করে বুজিনা জীবন্ত লাশ : আমি তো পরিবারের কারণে
বদলে গেছি .আমি নিজের ইচ্ছায় কিছু করিনি " জীবন্ত লাশ : আসলে কখনো তুমি আমাকে ভালোই
বাসোনি একটা ছেলে চাইলে সবই করতে পারে আরে একটু সময় তো দিয়ে দেখতে তোমার জন্য তোমার
পরিবারটাকেই বদলে দিতাম ফারিয়া: ভালো থেকো* জীবন্ত লাশ : অনেক ভালো আছি" সাদিয়া :
সত্যি অনেক ভালো আছো জীবন্ত লাশ : কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা আগে যদি বুজতে
তাহলে এখন এভাবে আমাদের কথা বলতে হতো না🙂 জীবন্ত লাশ : বাই👏
Comments